বিবাহিত নারী (২৯)

একজন মহিলা যিনি স্বচ্ছতার সঙ্গে, অকৃত্রিমতার সঙ্গে তাঁর পরিস্থিতিতে বাঁচতে চান, প্রায়শই দেখা যায় তাঁর কাছে সাহায্যের একমাত্র অবশেষ হল সুখে-দুঃখে অনুদ্বিগ্ন থাকার গর্ব। যেহেতু সবার ওপর এবং সব কিছুর ওপর তিনি নির্ভরশীল, তাই অভ্যন্তরীণ এবং বিমূর্ত স্বাধীনতাটুকুই তিনি কেবল জানতে পারেন। আগে থেকেই তৈরি নীতি এবং মূল্যবোধকে তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বিচার করেন, প্রশ্ন করেন। ফলে দাম্পত্য-দাসত্ব থেকে রক্ষা পান।

by চন্দন আঢ্য | 12 July, 2022 | 301 | Tags : The married woman feminism series twenty nine